Privacy Policy
Last Updated: 03/04/2024
Dorkari Barta ওয়েবসাইটের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অন্তরিক ভাবে ধন্যবাদ। আশা করি আপনি ভালো আছেন। আপনার সুবিধার কথা চিন্তা করে এই ব্লগ সাইটের প্রাইভেসি পলিসি তুলে ধরছি। এর মাধ্যমে আপনি জানতে পারবেন আমাদের ব্লগ সাইটের নিয়ম-নীতি গুলো।
তথ্য সংগ্রহঃ
আপনি যখন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেন তখন আমরা দুই ভাবে তথ্য সংগ্রহ করে থাকি। আমাদের নিউজ লেটারের মাধ্যমে অথবা যোগাযোগ ফরমের মাধ্যমে। আমাদের কমেন্ট সেকশন বন্ধ থাকার কারনে আমরা কমেন্ট সেকশন থেকে কোন ধরনের তথ্য সংগ্রহ করি না।
তথ্য সংগ্রহ এবং ব্যবহারঃ
- ব্লগে নতুন কোন পোষ্ট প্রকাশ করলে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য।
- অনলাইন ভিত্তিক কোন ফ্রি অথবা পেইড কোর্স বিক্রয় করার জন্য।
- ব্লগের উল্লেখ করা কোন পোষ্টের বিষয় অভিমত নেওয়ার জন্য।
- আপনার গুরুপূর্ণ মতামত গ্রহনের জন্য।
- আপনার দেওয়া মতামত অনুসারে ব্লগের পোষ্ট উন্নয়নের জন্য।
তথ্য সংরক্ষনঃ
আপনার প্রদান কৃত তথ্য কখনো তৃতীয় পক্ষের কাছে বিক্রয় বা শেয়ার করা হয় না।
অধিক সর্তকতার সহিত আপনার প্রদান কৃত তথ্য সংগ্রহ, সংরক্ষন, অপব্যবহার থেকে রক্ষা করি।
তথ্য প্রকাশঃ
বর্তমান বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন অনুসারে কোন আইন সহায়তা করি প্রতিষ্ঠন, আইন অনুসারে তথ্য প্রদান করতে বললে তা আমরা প্রদান করি। ইহা ছাড়া আমরা কোন ভাবেই আমাদের ভিজিটরদের তথ্য প্রকাশ করি না। বাংলাদেশের আইন প্রয়োগ কারি সংস্থা ছাড়া অন্য কেউ আপনার দেওয়া তথ্য কখনো জানতে পারবে না।
Cookies ব্যবহারঃ
European Union (EU) নিয়ম অনুযায়ি আমার ভিজিটরকে তার কাঙ্খিত ওয়েবসাইট সম্পর্কে ধারনা দেওয়ার জন্য Cookies ব্যবহার করে থাকি। আপনার চাহিদা অনুসারে বিভিন্ন ধরনের লেখা প্রদান করার জন্য Cookies ব্যবহার করা হয়। Cookies ব্যবহার করার ফলে ভিজিটর সম্পর্কে আমরা ধারনা নিতে পারি।
More Information about Cookies: “What Are Cookies”
তৃতীয় পক্ষের লিংক শেয়ারঃ
বিশেষ কোন উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আমরা কখনো তৃতীয় পক্ষের কোন লিংক শেয়ার করি না। শুধু ভিজিটরের সুবিধার কথা চিন্তা করে তৃতীয় পক্ষের কিছু গুরুত্বপূর্ণ লিংক শেয়ার করা হয়।
যা কখনো করা যাবে নাঃ
আমাদের ওয়েবসাইটের কোন লেখা কপি করা যাবে না।
আমাদের ওয়েবসাইটে ছবি ক্রয় করে ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের ছবি কোন ভাবেই ডাউনলোড করা যাবে না। ( কোন কোন ক্ষেত্রে আমাদের অনুমতি সাপেক্ষে তা করতে পারবেন)
শিশুদের অনলাইন সুরক্ষা আইনঃ
আমাদের ওয়েবসাইটের পোষ্ট গুলো সর্বনিম্ন ১৩ বছর বা তার বেশি বয়সের ব্যাক্তিদের জন্য তৈরি করা হয়েছে। আপনার বয়স যদি ১৩ বছরের কম হয় এবং আপনি যুক্তরাষ্ট থেকে আমাদের সাইটি ব্যবহার করে থাকলে, তবে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল। কারন আমাদের ওয়েবসাইটি COPPA ( Chidren’s Online Privacy Protection Act) আইন অনুসারে পরিচালিত করি।
Privacy Policy পরির্বতনঃ
ওয়েবসাইটের প্রয়োজন অনুসারে Privacy Policy পরির্বতন এবং সংরক্ষন করার দ্বায়িত্ব Dorkari Barta ওয়েবসাইট রাখে।
অভিযোগ এবং মতামতঃ
আমাদের ব্লগের যে কোন বিষয় সম্পর্কে মতামত এবং অভিযোগ প্রদানের জন্য যোগাযোগ করতে পারেন। আপনার মতামত এবং অভিযোগ অতি গুরত্ব সহকারে দেখা হবে।
Google Advertising Police
কমেন্ট পলিসি
- জানবে বিডির যে কোনো প্ল্যাটফর্মে কোনো পোস্ট ভিডিও বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন।
- যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা ভিডিও বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন।
- উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না।
- কমেন্টে সকল ধরণের অশালীন, বিজ্ঞাপনমূলক, অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দ/বাক্যের ব্যবহার নিষিদ্ধ।
- আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।