প্রিয় পাঠক, অনেক সময় নানা প্রয়োজনে আমরা আমাদের সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায় জানতে চায়। বিশেষত যখন আমাদের nid দিয়ে ইতিমধ্যে অনেক সিম রেজিস্ট্রেশন করে ফেলি তখন পুরোনো সিম বাতিল বা নতুন সিম কার্ড রেজিস্ট্রেশন করার সময় আমাদের nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার প্রয়োজন হয়।
সিম কার নামে নিবন্ধন তা জানার মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আপনার অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম নিয়ে ব্যবহার করছে কি না। আপনার নিজের ভার্চুয়াল সুরক্ষা নিশ্চিতের জন্য অবশ্যই আপনার nid কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে বা সিম কার নামে নিবন্ধন তা জানা জরুরি ।
সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায় জানতে আপনাকে আপনার সিম রেজিস্ট্রেশন চেক করতে হবে। আজকের ব্লগপোস্টে আমরা জানব কিভাবে খুব সহজেই আমাদের nid কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানার উপায় ।
সিম রেজিস্ট্রেশন চেক
নিচের দেওয়া ধাপগুলো অনুসরন করে আপনি সিম রেজিস্ট্রেশন চেক বা nid কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারব।
সিম কার নামে নিবন্ধন
সিম কার নামে নিবন্ধন করা আছে তা জানার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে *16001# ডায়াল করুন।
তারপর আপনার nid কার্ডের শেষ 4 ডিজিট লিখে সেন্ড করুন।
ব্যাস! আপনার কাজ শেষ। পরবর্তি রিপ্লায় মেসেজে আপনাকে আপনার nid কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে - সিম কার নামে নিবন্ধন তা জানিয়ে দেওয়া হবে।
এই পদ্ধতিতে আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা দেখাবে কিন্তু সম্পন্ন মোবাইল নাম্বারটি দেখাবেনা। মোবাইল নাম্বারটি 01818****55 👈 এই ফরমেটে দেখাবে অর্থাৎ কিছু ডিজিট গোপন থাকবে।
সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন
আপনি যদি সম্পূর্ন মোবাইল নাম্বারটি দেখতে চান তাহলে আপনাকে উক্ত সিম উক্ত সিম অপারেটরের কাস্টমার কেয়ারে যেতে হবে। তাদেরকে আপনার সিম নাম্বার বা এনআইডি কার্ডটি দেখালে তারা সিম রেজিস্ট্রেশন চেক করে আপনার nid কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে বা সিম কার নামে নিবন্ধন আছে তা জানিয়ে দিবে।
সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
বিটিআরসি (BTRC)-এর ঘোষণা অনুযায়ী, একটি nid বা ডকুমেন্টের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনকরা যায়। যদি আপনার সিমটি হারিয়ে যায় বা অন্য কোন ব্যক্তি আপনার সিম ব্যবহার করে এবং অপ্রয়োজনীয় সিম বাতিল করতে চাইলে সেক্ষেত্রে আপনি আপনার nid কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিয়ে আপনার নিকটবর্তী কাস্টমার কেয়ারে গিয়ে তাদের সাহায্যে খুব সহজেই সিম রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় সিমের মালিকানা ও পরিবর্তন করতে পারবেন।
উপসংহার
আপনার এনআইডি বা সিম কার্ড অনলাইন পরিচিতির একটি খুবই গুরুত্বপূর্ন ডকুমেন্ট। যদি কোনো অসাধু ব্যাক্তি আপনার এনআইডি কার্ড বা আপনার রেজিস্ট্রেশনকৃত সিম ব্যবহার করে কোনো অপরাধমূলক কাজ করে থাকে , তবে সেই অপরাধের সম্পূর্ন দায়বার হবে আপনার। এইজন্য আমাদের সিম কার নামে নিবন্ধন - সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন করা উচিত।
দরকারি বার্তার আজকের পোষ্টে আমি আপনাদের সিম রেজিস্ট্রেশন চেক ও সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম শেয়ার করেছি। পোস্টটি ভালো লাগলে বা পোস্ট সম্পর্কিত যেকোনো মতামত জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না।
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
প্রযুক্তি