শ্রী রামচন্দ্রের বানী যা আপনার জীবন বদলে দিতে পারে

 শ্রীরামচন্দ্র ছিলেন প্রাচীন ভারতের এক মহান রাজা। শ্রীরাম একদিকে ছিলেন পিতার সর্বোত্তম সন্তান,অন্যদিকে ছিলেন মাতা সীতার আদর্শ স্বামী, এক অসামান্য যোদ্ধা  আবার প্রজাপালনকারী শ্রেষ্ঠ সম্রাট। তিনি সত্য, ক্ষমা, দয়া, ধর্ম ও সম্মানের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণে তাঁকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। 


শ্রী রামচন্দ্রের বানী , শ্রী রামের বানী ,শ্রী রামের উপদেশ


ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তাঁর গোটা জীবন ব্যয় করেছিলেন ন্যায়, ধর্ম, ক্ষমা ও সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। একজন রাজা হিসেবে নিজের সমস্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি।

 শ্রীরামের চরিত্র ও জীবন দর্শন আমাদের এমন কিছু শিক্ষা দেয়, যা এত হাজার বছর পরেও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে অনুসরনীয়। আজকের আর্টিকেলে আমরা  ভগবান শ্রী রামচন্দ্রের কিছু অমৃত বানী  শেয়ার করবো । চলুন জেনে নেওয়া যাক শ্রী রামচন্দ্রের বানী যা আপনার জীবন বদলে দিতে পারে -


শ্রী রামচন্দ্রের বানী 


তপস্যাই পরম শ্রেয়,বাকী সকলই মায়া।


জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম।


আত্ম-নিয়ন্ত্রণই যোদ্ধার প্রকৃত শক্তি।


 ব্যবহার ও চরিত্রই বংশের পরিচয় হয়। 

 


শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই, শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়,তাই শোক করোনা। 



দেশে দেশে বন্ধু,আত্মীয়স্বজন বা স্ত্রী মেলে কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষন এর মত সহোদর মেলা সম্ভব।



তোমার হৃদয়ের বাগানে, ভালবাসার গোলাপ ছাড়া আর কিছুই রোপণ করো না।


 

 হৃদয়বানের কোন ক্রোধ নেই।



ধর্ম (ধার্মিকতা) যে কোনো ঐশ্বরিক আশীর্বাদের চেয়ে গুরুত্বপূর্ণ।


গোদান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ?

যখন মোহ ত্যাগ করবে,তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে।


যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তথাপি হে লক্ষণ, এখানে আমার শান্তি লাভ হচ্ছেনা, সব সময় মনে রাখবে, জননী ও জন্মভূমি , স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ।


উৎসাহ এর চেয়ে  বড় বল আর কিছুই নেই,উৎসাহী ব্যাক্তি জগত ও জয় করতে পারে।


অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎই বর্ষে, প্রকৃত বীর অকারনে বাক্যব্যায় করেনা ।


চন্দ্র তাঁর সৌন্দর্য হারাতে পারে,হিমবন বরফশুন্য হয়ে পড়তে পারে,সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয়না।


শেকড়হীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয়।



 মিথ্যাবাদী ব্যাক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর।



মাতৃঋণ কোন সন্তানই কখনো শোধ করতে পারে না ।


একজন রাজার মহত্ত্ব নিহিত রয়েছে সবচেয়ে নম্র নাগরিকের কাছে সহজলভ্য হওয়ার মধ্যে। 


দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মত পরম সঙ্গী আর কেউ নেই; অনুকম্পা,দয়া, ক্ষমা ও মানবতার মত বড় গুণ আর নেই।



কেউ বাতাসের দিক পরিবর্তন করতে পারে না, তবে কেউ গন্তব্যে পৌঁছানোর জন্য পালকে সামঞ্জস্য করতে পারে।




ভগবান শ্রী রামচন্দ্রের বানী বা উপদেশ গুলো এতই বাস্তবধর্মী যে, তা আমরা আমাদের মানব জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই পরিবার হবে সুখী, সমাজ হবে সমৃদ্ধ আর বিশ্ব হবে শান্তিময়। আমাদের সকলের শ্রী রামের মতো চরিত্র গঠনের  প্রয়োজন।


আজকের এই পোস্টটিতে শ্রী রামচন্দ্রের বানী, শ্রী রাম নিয়ে কিছু উক্তি, রামের বাণী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই পোস্টটি আপনার ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এই ধরনের আরো পোস্ট পেতে লক্ষ্য রাখুন দরকারি বার্তা ওয়েবসাইটে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url