রবি মিনিট চেক ও গুরুত্বপূর্ণ কোড সমূহ। Robi Minute Check Code
প্রিয় পাঠক আজকের পোস্টে আমরা জানব, কিভাবে রবি সিমে মিনিট চেক করবেন ও রবি সিমের সকল গুরুত্বপুর্ণ কোড সম্পর্কে। যেমন: রবি মিনিট চেক কোড, রবি মিনিট অফার কোড, রবি ব্যালেন্স চেক, ইমারজেন্সি কোড ও রবি হেল্প লাইন নাম্বার ইত্যাদি। তাই অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়বেন।
চলুন জেনে নেওয়া যাক Robi Minute Check Code ও রবি সিমের গুরুত্বপূর্ন কোডসমূহ -
রবি সিমে মিনিট চেক করে কিভাবে
রবি সিমে মিনিট চেক করার কয়েকটি উপায় রয়েছে তার মধ্যে একটি হলো ইউএসএসডি(USSD (Unstructured Supplementary Service Data) কোড ডায়াল করে মিনিট ব্যালেন্স চেক করা। বাটন ফোন দিয়ে বা স্মার্টফোন ( My Robi App) দিয়েও খুব সহজে অবশিষ্ট মিনিটের পরিমান দেখা যায়।
রবি সিমে মিনিট চেক কোড ব্যবহার করে আমরা কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই রবি মিনিট চেক করতে পারি।নিচে কোড ডায়াল করে রবি মিনিট চেক করার নিয়ম দেওয়া হল -
১. প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করুন
২. এখানে টাইপ করুন *২২২*২# বা *২২২*৯#
৩. এবার রবি সিম সিলেক্ট করুন
৪. এরপর ডায়াল করুন
৫. ২-৪ সেকেন্ড অপেক্ষা করুন
রবি মিনিট চেক ও গুরুত্বপূর্ণ কোড সমূহ
রবি মিনিট চেক কোড সহ নিম্নে রবি অপারেটরের কতগুলো গুরুত্বপূর্ণ নাম্বার ও কোড দেওয়া হলো:
রবি ব্যালেন্স চেক কোড:- *২২২#
রবি ইন্টারনেট চেক কোড:- *৩#
রবি মোবাইল নম্বর চেক কোড:- *২#
রবি মিনিট চেক কোড:- *২২২*২# অথবা *২২২*৯#
রবি এসএমএস চেক কোড:- *২২২*১১#
রবি ইনকামিং কল চালু:- *২১*০১৮#
রবি ইনকামিং কল বন্ধ:- #২১#
রবি আউটগোয়িং কল চালু:- *৩১#
রবি আউটগোয়িং কল বন্ধ:-##৩১#
রবি সিমের প্যাকেজ চেক কোড *১৪০*১৪#
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড:- *২২২*১৬#
রবির সকল সার্ভিস একত্রে পেতে কোড:- *১২৩#
ইন্টারনেট প্যাকেজ কিনতে ডায়াল:- *৪#
অ্যাপস ব্যবহার করে মিনিট ব্যালেন্স চেক
রবি সিমে কোড ডায়াল করে মিনিট বা ব্যালেন্স চেক করার ছাড়াও মাই রবি অ্যাপস ব্যাবহার করে ও মিনিট বা ব্যালেন্স চেক করে যায়।এজন্য আপনার স্মার্টফোনে মাই রবি অ্যাপসটি ইন্সটল থাকতে হবে। নিচের ধাপগুলো অনুসরন করে আপনি অ্যাপস ব্যবহার করে মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন -
প্রথমে গুগল প্লে -স্টোরে চলে যান তারপর
সেখানে সার্চবারে লিখুন My Robi App
এবার এখান থেকে আসল My Robi App টি সিলেক্ট করুন
এবার ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন করুন
এখন আপনার রবি নাম্বার দিয়ে সাইন আপ করুন
আপনার সিমে ওটিপি কোড প্রবেশ করুন
ওটিপি দেওয়া হলে রবি হোম পেইজে প্রবেশ করানো হবে।
হোম পেইজ থেকে ব্যালেন্স চেক অপশনে ক্লিক করুন
আপনার স্ক্রিনে ভেসে আসা মেসেজ টি পড়ুন।
ঐ মেসেজটি থেকে আপনি আপনার রবি সিমের অবশিষ্ট ইন্টারনেট ,ব্যালেন্স, মিনিট মেয়াদসহ সকল তথ্য দেখতে পাবেন।
রবি ইমারজেন্সি লোন নেওয়ার কোড
রবি মিনিট চেক করার পর বিপদকালীন সময়ে নিয়ে নিন ১২ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত রবি ইমারজেন্সি লোন। লোন নিতে ডায়াল করুন *১২৩*০০৭# (ফ্রি) ১২ টাকার উপরে ইমারজেন্সি লোন নেওয়ার ক্ষেত্রে ২ টাকা ট্যাক্স ফি বাদে SMS নোটিফিকেশন চার্জ প্রযোজ্য হবে।
রবি কাস্টমার কেয়ার নাম্বার
রবি মিনিট ও ব্যালেন্স চেক করার পরেও বিভিন্ন প্রয়োজনে রবি হেল্প লাইন অথবা রবি কাস্টমার কেয়ারে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে। তাই রবি কাস্টমার বা হেল্পলাইন নাম্বার জেনে নেওয়া উচিত। রবি কাস্টমার কেয়ার নাম্বার ১২১।
এছাড়াও রবি ডোর স্টেপ সার্ভিস পেতে ডায়াল করুন *১২৩*৮*৫# এবং রবি আইভিআর ভিত্তিক সার্ভিস পেতে কল করুন ১৫৮ নম্বরে সম্পূর্ণ ফ্রিতে।
শেষ কথা
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করেছি রবি সিমে মিনিট চেক করে কিভাবে ও রবি সিমের কিছু প্রয়োজনীয় কোড সম্পর্কে।আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন।এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে দেওয়া কমেন্টবক্সে জানাতে ভুলবেন না।