অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

বাংলাদেশের ভূমি রেকর্ড বা খতিয়ান অনুসন্ধান সবসময় একটি জটিল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া ছিল। যখন জমির খতিয়ান অনুসন্ধান করার জন্য দিনের পর দিন ভূমি অফিসে গিয়ে গিয়ে ঘুরতে হতো। কিন্তু বর্তমানে খুব সহজেই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজে অল্পসময়ের মধ্যে জমির খতিয়ান অনুসন্ধান বা ই পর্চা অনুসন্ধান করা যায়। 

আজকের ব্লগপোস্টে আমরা জানবো সহজেই ঘরে বসেই অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করার নিয়ম সম্পর্কে। 


অনলাইনে জমির  খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
অনলাইনে জমির  খতিয়ান অনুসন্ধান করার নিয়ম


জমির খতিয়ান অনুসন্ধান কী 


খতিয়ান বা পর্চা হচ্ছে একটি সরকারি দলিল যা থেকে ভূমির মালিকানা, ভূমি ব্যবহারের ধরন, জমির আয়তন, জমির দাম, ইত্যাদি তথ্য জানা যায়।

জমির খতিয়ান বা পর্চা অনুসন্ধান হলো বাংলাদেশের ভূমির রেকর্ড ও ভূমির মালিকানা সম্পর্কিত তথ্য খোঁজার প্রক্রিয়া। 


অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম


আপমি নিজেই আপনার কাছে থাকা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপানর জমির অনলাইনে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। 


অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করার জন্য আপনার  বিভাগ,জেলা,উপজেলা, জমির মৌজা,খতিয়ান নং,দাগ নং,মালিকের নাম ইত্যাদি তথ্যগুলো প্রয়োজন হবে।


এখন নিচের কয়েকটি ধাপ  অনুসরন করেই আপনি অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান  করতে পারবেন।



১ম ধাপঃ  ই-পর্চা E-porcha ওয়েবসাইটে প্রবেশ


বাংলাদেশে অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করার জন্য প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজারে ভূমি মন্ত্রণালয়ের (ই-পর্চা E-porcha) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর জন্য আপনাকে eporcha লিখে সার্চ করতে হবে এবং ফলাফল হতে প্রথম ওয়েবসাইট eporcha.gov.bd এ প্রবেশ করতে হবে।


ই-পর্চা E-porcha ওয়েবসাইট
অনলাইনের জমির খতিয়ান অনুসন্ধান (ই-পর্চা E-porcha) ওয়েবসাইট


এটি হচ্ছে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অনলাইনের জমির খতিয়ান অনুসন্ধান (ই-পর্চা E-porcha) এর হোম পেজ। এখান থেকে আপনি খুব সহজেই পরবর্তী ধাপগুলো করেই  অনলাইনে জমির খতিয়ান বের করতে পারবো।


ধাপ ০২: খতিয়ান অনুসন্ধান


সার্ভে বা নামজারি খতিয়ান অনুসন্ধান


অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করার  জন্য আপনাকে এই খতিয়ান অনুসন্ধান পেজে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে প্রদান করতে হবে তাহলে আপনি সহজেই আপনার জমির খতিয়ান বের করতে পারবেন। 


অনলাইনে জমির  খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
সার্ভে খতিয়ান অনুসন্ধান


উপরে প্রদর্শিত সকল তথ্য ( বিভাগ, নাম,জেলার নাম,উপজেলার নাম,খতিয়ানের ধরন,মৌজার নাম ) সঠিকভাবে পূরনের পর  এবং সব শেষে খতিয়ানের তালিকা অপশনে খুজুন বাটনে ক্লিক করুন।



অনলাইনে জমির  খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
সার্ভে খতিয়ান অনুসন্ধান


আপনি উপরের ছবিতে প্রদর্শিত বিস্তারিত  অপশন হতে আপনার খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন এবং পাশের খতিয়ান আবেদন থেকে সহজেই জমির  খতিয়ান আবেদন করতে পারবেন।

আপনি একইভাবে নামজারি খতিয়ান অপশন হতে আপনার নামজারি খতিয়ানের বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে পারবেন। 

জমির খতিয়ানের জন্য আবেদন


খতিয়ান আবেদন  অপশনে ক্লিক করলেই নিচের ছবির মতো একটি ফর্ম প্রদর্শিত হবে।


অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান
অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান ফর্ম


প্রদর্শিত ফরমটি সঠিকভাবে পূরণ করে আবেদনের ধরন তথা আপনি কি খতিয়ানের অনলাইন কপি চান না সার্টিফাইড কপি চান সেটা সিলেক্ট করুন। অতঃপর ফি পরিশোধের মাধ্যম সিলেক্ট করুন। সব শেষে দুটি সংখ্যার যোগফল প্রদান করে পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন।


জমির খতিয়ান ডাউনলোড


পরবর্তি ধাপে আপনার জাতীয় পরিচয়পত্র নং, জন্ম তারিখ, এবং মোবাইল নং দিয়ে যাচাই বাটনে ক্লিক করলেই আপনার নাম ও ঠিকানা চলে আসবে। এভাবে আপনার ব্যক্তিগত তথ্য যাচাই হয়ে যাবে।


এরপর আবেদনের ধরন সিলেক্ট করুন। অর্থাৎ আপনি কি অনলাইন কপি না সার্টিফাইড কপি চান তা নির্ধারণ করুন। আপনি যদি সার্টিফাইড কপি চান তাহলে অফিস কাউন্টার না ডাক যোগে নিবেন সেটা সিলেক্ট করুন।


সর্বশেষ ফি পরিশোধের মাধ্যম সিলেক্ট করে দুই সংখ্যার যোগফল প্রদান করুন। এর পর ফরমের নিচে পরবর্তী ধাপ(ফি পরিশোধ) বাটনে ক্লিক করে ফি পরিশোধের মাধ্যমে আপনের আবেদন সম্পন্ন হবে এবং আপনি খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন এবং ডাকযোগে আপনার ফরমে প্রদত্ত ঠিকানায় খতিয়ানের সার্টিফাইড কপি চলে যাবে।

এভাবে আপনি খুব সহজেই ঘরে বসেই অনলাইনে আপনার জমির সকল তথ্য যাচাই ও অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।


প্রিয় পাঠক আজকের এই ব্লগপোস্টে আমরা জেনেছি যে  কিভাবে ঘরে বসেই মাত্র ২ মিনিটে  অনলাইনে জমির  খতিয়ান অনুসন্ধান করার নিয়ম সম্পর্কে। আশা করি আজকের জমির  খতিয়ান অনুসন্ধান করার নিয়ম সম্পর্কিত পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এ ধরনের আরো গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য গুলো সবার আগে পেতে ভিজিট করুন Dorkari Barta. ওয়েবসাইট।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url