তীব্র গরমে ঘর ঠান্ডা রাখার উপায়
তীব্র গরমে ঘর ঠান্ডা রাখার উপায় - শুরু হয়েছে গ্রীষ্মের মৌসুম। দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। সূর্যের অসহনীয় তাপ, তীব্র গরমে মানুষ ও প্রানীকূলের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। গ্রামাঞ্চলে পর্যাপ্ত গাছপালা থাকায় বড় গাছের ছায়ায় কিছুটা স্বস্তি পাওয়া গেলেও শহরাঞ্চলে তা প্রায় অসম্ভব । গাছপালা কেটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বড় বড় দালান ও শিল্প-কারখানা।
যার কারনে এই প্রচন্ড গরম। তবে অনেকেই বাসা-বাড়িতে এসি বা কুলার ব্যবহার করে থাকেন।কিন্তু সবার কাছে এসি বা কুলার না থাকায় , শুধুমাত্র ফ্যানের হাওয়ায় মাত্রাতিরিক্ত গরমে স্বস্তি পাওয়া মুশকিল হয়ে উঠেছে। আবার এই এসি বা এয়ার কুলার যেমন ব্যয়বহুল তেমনি পরিবেশেও ক্ষতিকর প্রভাব ফেলে।
তাহলে কিভাবে এই তীব্র গরমে ঘর ঠান্ডা রাখা যায় ? আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমে ঘর ঠান্ডা রাখার এমন কিছু ঘরোয়া উপায় সম্পর্কে যা ব্যবহার আপনার ঘরের পরিবেশকে এই গরমেও ঠান্ডা রাখতে পারবেন।
তীব্র গরমে ঘর ঠান্ডা রাখার উপায়
চলুন নেওয়া যাক, তীব্র গরমে ঘর ঠান্ডা রাখার উপায়গুলো -
জানালা খোলা রাখুন
ভারী পর্দার ব্যবহার
বিছানায় চাদর বা শীতলপাটি ব্যবহার
বরফের এয়ারকুলার
গরমে ঘর ঠাণ্ডা রাখার একটি পদ্ধতি হলো বরফ বা ঠান্ডা পানির ব্যবহার । ফ্যানের নিচে বা সামনে বরফভর্তি বালতি রেখে ফ্যান চালিয়ে দিন । বরফ না থাকলে এক বালতি ঠান্ডা পানি রেখেও ফ্যান চালানো যায়, এতে গরম কিছুটা হলেও কমবে৷ কিছুক্ষণ পর যখন বরফগুলো গলতে শুরু করবে, তখন বাতাস ঠান্ডা পানি শোষণ করবে এবং চারদিকে ছড়িয়ে দেবে। যা তীব্র গরমেও ঘরকে শীতল রাখবে।
এই পদ্ধতি অনুসরণ করার সময় অবশ্যই ঘরের দরজা বা জানালা বন্ধ রাখবেন যাতে ঠান্ডা হাওয়া বেরোতে না পারে।>
ঘরের ডিজাইন
ঘর বানানোর সময় এমনভাবে ডিজাইন করুন যেন ঘরে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে। আর যতটা সম্ভব ঘরের ভেতর আসবাব কম রাখুন।
ঘরের আলো বন্ধ রাখুন
ঘরের লাইটগুলো বেশিক্ষণ চালু থাকায় অতিরিক্ত তাপ উৎপন্ন হতে পারে , যা ঘরকে উষ্ণ করে তোলে। তাই অপ্রয়োজনে ঘরের লাইট বন্ধ রাখুন। এটি গরমে ঘর ঠান্ডা রাখতে ও অতিরিক্ত বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করে।
গাছ লাগান
বাড়ির চারপাশে ছায়া প্রদানকারী গাছপালা লাগান। চাইলে ঘরের ভেতরও ইনডোর প্ল্যান্টস রাখতে পারেন। এই উদ্ভিদগুলো তাপমাত্রা শোষণ করে ঘর ঠান্ডা রাখবে । গরমে ঘর ঠান্ডা রাখার এটিকে সবচেয়ে কার্যকরি প্রাকৃতিক উপায় বলা যেতে পারে।
শেষ কথা
আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করেছি গরমে ঘর ঠান্ডা রাখার কিছু উপায় সম্পর্কে।আশা করি আর্টিকেল পড়ে আপনি তীব্র গরমে ঘর ঠান্ডা রাখার উপায়গুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ! দেখা হচ্ছে নতুন কোনো আর্টিকেলে,এই পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন ও দরকারি বার্তার সাথে থাকুন,ধন্যবাদ।