শীঘ্রই ১০০ হলে মুক্তি পাচ্ছে ‘ডেডবডি’

 পরিকল্পনা ছিল পবিত্র ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার। ‘ডেডবডি’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল প্রচারণাও চালাচ্ছিলেন সেভাবে। এর মধ্যে তিনি জানতে পারেন, ঈদে মুক্তি পেতে যাচ্ছে ১১টি সিনেমা। সিদ্ধান্ত বদলে ফেললেন এ নির্মাতা। মুক্তি দিলেন না ঈদে।


শীঘ্রই ১০০ হলে মুক্তি পাচ্ছে ‘ডেডবডি

এই ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল 'ডেডবডি' সিনেমাটি ।  পরিচালক মোহাম্মদ ইকবাল প্রচারণাও সেভাবে চালাচ্ছিলেন । এমন সময় তিনি জানতে পারেন,  ঈদে মুক্তি পেতে যাচ্ছে ১১টি সিনেমা। ফলে সিদ্ধান্ত বদলে এই ঈদে মুক্তি দিলেন না সিনেমাটি। সিদ্ধান্ত নেন, রোজার ও কোরবানির ঈদের মাঝখানে মুক্তি দেবেন।


ডেডবডি’ ছবিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, জিয়াউল রোশান, ওমর সানী, অন্বেষা রায়, মিষ্টি জাহানসহ অনেকে।


এবার জানা গেল ‘ডেডবডি’ মুক্তির তারিখ ৩ মে। দেশের ১০০ হলে ছবিটি মুক্তি পাবে, জানিয়েছেন নির্মাতা ইকবাল। তিনি বলেন, ‘ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ঈদে ছবিটি মুক্তি দিলে খারাপ হতো ফলাফল।

এমনিতে ১১টি ছবি মুক্তি পেয়েছে, খোঁজ নিয়ে দেখেন কোনো ছবিই দর্শক পাচ্ছে না। আমাদের নির্দিষ্ট পরিমাণ দর্শক আছে, যারা বিভিন্ন উৎসবে হলে যায়। সেই দর্শক যখন ১১টি ছবিতে ভাগ হয়ে যায় তখন আর থাকে কী! একেকটি ছবির ভাগে কয়জন আর দর্শক থাকে? অনেক নির্মাতাকেই বলেছিলাম এভাবে ছবি মুক্তি না দিতে। তাঁরা শোনেননি, এখন সেটার ফল ভোগ করছেন।

নির্মাতা আরো বলেন, ‘আমি ৩ মে ছবিটি মুক্তি দিলে কোরবানির ঈদও পাব। আশা করছি, দর্শক আমার ছবিটি দেখবে।’

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url