দাউদের সবচেয়ে ভালো ক্রিম ও ট্যাবলেট
দাউদের সবচেয়ে ভালো ক্রিম ও ট্যাবলেট: প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা জানবো দাদ বা দাউদ কি বা কেন হয়, দাউদ এর লক্ষণ, দাউদের সবচেয়ে ভালো মলম , দাউদের সবচেয়ে ভালো ট্যাবলেট ,দাউদ কিভাবে ভালো হয় ও দাউদের ক্রিম এর নাম ও দাম সম্পর্কিত বিষয় নিয়ে। চলুন প্রথমে জেনে নেওয়া যাক ,দাদ বা দাউদ কি ও কেন হয় -
দাদ বা দাউদ কি ও কেন হয়
দাদ বা দাউদ হলো ছত্রাকের সংক্রমজনিত একটি চর্মরোগ। শরীরের বিভিন্ন স্থানে যেমন- হাত, পা, পিঠ, কুঁচকি, পায়ের আঙুল, হাতের আঙুল ও মাথার তালুতেও দাদ হয়। এটি শরীরের যে জায়গায় হয়, সেখানে গোল একটা চাকতির মতো হয় এবং ছোট ছোট বিচির মত ফুলে ওঠে এবং প্রচন্ড চুলকায়।
এটি একটি সংক্রামক ব্যাধি। যা একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়াতে পারে। দ্রুত ও সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
দাউদ এর লক্ষণ
দাউদ এ আক্রান্ত ব্যক্তির শরীরে প্রথমে ছোট ছোট গোটা দেখা যায়। যেগুলো লাল হয় এবং সামান্য চুলকায়। ধীরে ধীরে আক্রান্ত স্থানে বাদামি বা লালচে রঙের ফুসকুড়ি বা র্যাশ দেখা যায়।
কয়েকদিনের মধ্যে আক্রান্ত স্থানটি গোলাকার চাকার মতো ধারণ করে। ভিতরে বাদামি রঙের ছোট ছোট বিচি বা গোটার মত থাকে। আস্তে আস্তে এই গোলাকার বৃত্তের পরিধি বাড়তে থাকে। আক্রান্ত স্থান থেকে এক সময় খুশকির মতো চামড়া উঠে ও পানি বা পুঁজ ভর্তি গোটা দেখা যায়। সে সময় আক্রান্ত স্থানে প্রচুর চুলকায়।
দাউদের সবচেয়ে ভালো মলম
দাউদের চিকিৎসায় বিভিন্ন জনপ্রিয় ঔষধ বা মলম ব্যবহার করা হয়ে থাকে। দাউদের চিকিৎসায় যে কোন ধরনের মলম ব, ট্যাবলেট বা ব্যবহার করার আগে, অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। কারন কোনো ভুল ঔষধ ব্যবহার করলে আরো গুরুতর অবস্থার সৃষ্টি হতে পারে।
কারো যদি পুরাতন ও দীর্ঘস্থায়ী দাউদ থাকে এবং দাউদের পরিমাণ যদি অতিরিক্ত হয়। তাহলে, দাউদের চিকিৎসায় সবচেয়ে ভালো মলম বা ক্রিম এবং সবচেয়ে ভালো মানের কিছু দাউদের ঔষধ ব্যবহার করবেন। সঠিক নির্দেশনা মতো নিয়মিত দাউদের মলম বা ঔষধগুলো ব্যবহার করলে আপনারা দ্রুত দাউদ থেকে মুক্তি পাবেন।
যেহেতু দাউদ একটি ফাংগাল বা ছত্রাক বাহিত সংক্রামক ব্যাধি। তাই, দাউদের চিকিৎসায় এন্টিফাঙ্গাল মলম বা ক্রিম এবং ঔষধ ব্যবহার করা হয়। তবে পুরাতন দাউদ বা দাউদের স্থানবেদে এর ব্যবহারের সময় বা মাত্রা কম বেশি হতে পারে।দাউদ রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধগুলো বিভিন্ন রূপে পাওয়া যায়। যেমন: ক্রিম,লোশন, স্প্রে, জেল, ট্যাবলেট, ক্যাপসুল ও পাউডার।
চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের অনুমোদিত বাজারে প্রচলিত ভিন্ন ভিন্ন কোম্পানির, ভিন্ন ভিন্ন নামে, যে সকল এন্টিফাঙ্গাল মলম বা ক্রিম রয়েছে তার মধ্যে দাউদের সবচেয়ে ভালো কিছু মলমের নাম বা ঔষধ নিচে দেওয়া হলো -
ফানজাইরক্স ক্রিম (Fanzyrox cream)
ছত্রাকজনিত সংক্রমণে শরীরে দাউদ সৃষ্টি হয়। এই ক্রিমটি দিনে দুইবার ব্যবহার করলে ছত্রাকের সেল মেমব্রেন ধ্বংস করতে সাহায্য করে। Fanzyrox cream price in bangladesh .
লুলিজল ক্রিম (Lulizol cream)
দাউদের থেকে সৃষ্ট চুলকানি দূর করার জন্য এই ক্রিমটি অত্যন্ত কার্যকর। ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া ধ্বংস করে চুলকানি থেকে খুবই আরাম দেয়। Lulizol cream price in bangladesh .
ইকোনেট ক্রিম (Econet cream)
এই ক্রিমটি দাউদের স্থানে প্রলেপ দিয়ে রাখলে চুলকানি এবং ক্ষত থেকে আরাম দেয়। দাউদ ছাড়াও যেকোনো চুলকানিতে এই ক্রিমটি অত্যন্ত কার্যকর। Econet cream price in bangladesh.
রেনাসন ক্রিম (Renaissance cream)
এটি একটি এন্টিফাঙ্গাল মলম। যেকোনো চুলকানি সৃষ্টি ছত্রাক ও ইস্ট জাতীয় জীবানু ধ্বংস করে চুলকানির অনুভূতি ব্লক করতে সহায়তা করে।
ক্লোপাইরক্স ক্রিম (Clopirox cream)
এটি দাউদের চুলকানি নিরাময়কারী একটি কার্যকরী ক্রিম। রিংওয়ার্ম তৈরিকৃত ছত্রাক ধ্বংস করে আক্রান্ত ব্যক্তির ত্বকে আরাম ফিরিয়ে আনতে সক্ষম এই ক্রিমটি। Clopirox cream price in bangladesh
দাউদের সবচেয়ে ভালো ট্যাবলেট
ফলুক্সোটিন (Fluoxetine)
ফ্লুজল ৫০ (Fluzol 50)
এটি চুলকানি সৃষ্টিকারী ছত্রাকের কোষ ভেঙে দেয়া ও দাউদ উৎপাদনকারী রিংওয়ার্ম ধ্বংসকারী একটি এন্টিফাঙ্গাল ঔষধ। যেকোনো চুলকানিতে অত্যন্ত কার্যকর এই ঔষধটি। Fluzol 50 সেবনে দাউদ সৃষ্টিকারী ফাঙ্গাল উৎপাদন রোধ করে। এই ঔষধটির দাম ৳৭.২০ টাকা।
ফলুজো (Flujo)
খুব দ্রুত ছত্রাক ও চুলকানি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে নিরাময় পেতে এই ঔষধটি খুবই ফলদায়ক। ঔষধটি ছত্রাকের কোষ প্রাচীর ধ্বংস করে উৎপাদন ব্যাহত করে। Flujo ঔষধটির দাম ৳৮ টাকা।
কসফ্লু ট্যাবলেট (Cosflu tablets)
এই ট্যাবলেটটিতে আছে এন্টিবায়োটিক ও এন্টিফাঙ্গাল দুই ধরনের উপাদান যা ক্ষতিকারক ছত্রাক ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। চুলকানি থেকে মুক্তি পেতে ঔষধটি সেবন করতে পারেন।Cosflu tablet দাম ৳৭.২০টাকা।
অনিকন (Anicon)
দাউদের সাবানের নাম ও দাম
দাউদের জন্য অনেক ধরনের ঔষধ ও ক্রিমের পাশাপাশি অনেক সাবান ও বাজারে পাওয়া যায়। আজকের এই পোষ্টে আমি কিছু ভালোমানের দাউদের সাবানের নাম ও দাম এর একটি তালিকা দিয়েছি। যেখান থেকে আপনারা দাউদের সাবানের নাম ও দাম সম্পর্কে জানতে পারবেন।
নাম | দাম |
কিটোকোনাজল (Ketoconazole) 50gm | 450 Taka |
লুলিকোনাজল (Luliconazole) 50 gm | 210 Taka |
TETMOSOL | 97 Taka |
Clopirox | 350 Taka |
ASSURE 75gm | 200 Taka |
দাউদ কিভাবে ভালো হয়
দাউদ এমন একটা ব্যাধি যা খুব সহজে ত্বকের সংক্রমণ থেকে নিষ্কৃতি দেয় না। ত্বকের এক জায়গার সংক্রমন ভালো হওয়ার লক্ষন দেখা যাওয়া মাত্রই আবার শরীরের অন্য জায়গায় শুরু হয়।এর যন্ত্রণা মাঝে মাঝে এতোটাই দুর্বিষহ হয়ে উঠে যে, দিক জ্ঞান থাকে না। স্থান কাল পাত্র না দেখেই যার তার সামনে চুলকানি ঊঠতে পারে।
এই সময় আক্রান্ত ত্বক স্পর্শ করা অথবা চুলকানো থেকে বিরত থাকুন, নাহলে দাউদ শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে যেতে পারে। এমনকি চুলকানোর কারণে ত্বকে ভিন্ন আরেকটি জীবাণু আক্রমণ করে ইনফেকশন ঘটাতে পারে, যা দাউদের চিকিৎসাকে আরও জটিল ও ভয়াবহ করে তুলতে পারে।
দাউদ প্রতিরোধে যা করনীয়
দাউদ যেহেতু একটি সংক্রামক রোগ তাই এই রোগে ছোট বড় যে কেউ আক্রান্ত হতে পারে। তাই এই বিরক্তিকর ও যন্ত্রনাদায়ক রোগ প্রতিরোধে নিচে উল্লেখ করা বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে -
১. অপরিষ্কার শরীরে থাকে জীবাণু। আর অপরিচ্ছন্ন, স্যাঁতস্যাঁতে পরিবেশে দাউদ রোগের জীবাণু বা ছত্রাক থাকার সম্ভাবনা বেশি। এজন্য যা করবেন -
- ত্বক সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও শুষ্ক রাখুন
- হাতের এবং পায়ের নখ ছোটো ও পরিষ্কার রাখুন
- দিনে অন্তত একবার মোজা ও অন্তর্বাস পরিবর্তন করুন
- নিয়মিত গোসল করুন
২.পুরু বা মোটা পোশাকের পরিবর্তে পাতলা সুতির পোশাক ব্যবহার করুন। অপরিষ্কার পোশাক ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৩. শরীরে অতিরিক্ত ঘাম হলে দ্রুত তা পরিষ্কার করুন।এছাড়া, শরীরের যে সমস্ত জায়গা স্যাঁতস্যাঁতে বা ভিজে ভিজে থাকে সে সমস্ত জায়গা পরিষ্কার এবং শুকনো রাখুন।
৪. শরীরের যে সমস্ত জায়গায় আলো বাতাস কম পড়ে সে সমস্ত জায়গায় নিয়মিত পরিষ্কার করুন।
৫.দাউদ রোগে আক্রান্ত ব্যক্তি ও পশুর সংস্পর্শের বিষয়ে সতর্ক থাকুন। দাউদ রোগে আক্রান্ত ব্যক্তির অথবা প্রাণীর সংস্পর্শে এসে থাকলে, ত্বকে কোনো পরিবর্তন দেখা দিচ্ছে কি না সেদিকে খেয়াল রাখুন।
৬. আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস ব্যবহার করলেও দাউদ রোগের সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই দাউদ আছে এমন কারও সাথে পোশাক, তোয়ালে, চাদর বা অন্যান্য ব্যক্তিগত জিনিস শেয়ার করা থেকে বিরত থাকুন।
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি দাউদ রোগ কি,কেন হয়, দাউদের সবচেয়ে ভালো মলম বা ঔষধ কি, দাউদ কিভাবে ভালো হয় ,দাউদের সাবানের নাম ও দাম সেকল বিষয় নিয়ে। আশা করি , প্রদত্ত দাউদের সবচেয়ে ভালো ক্রিম ও ট্যাবলেট সম্পর্কিত তথ্য সমূহ দ্বারা আপনি উপকৃত হয়ে থাকবেন ,যদি উপকৃত হোন তবে তা আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।ভালো থাকুন,সুস্থ থাকুন, দরকারি বার্তা'র সাথেই থাকুন।